RG Kar Protest: গোটা দেশের মানুষ প্রত্যাশা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছে: মীনাক্ষী

<p>ABP Ananda LIVE: 'গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে গোটা দেশের মানুষ প্রত্যাশা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছে। দোষীদের শাস্তি দিয়ে আমাদের উৎকন্ঠা এবং প্রত্যাশার সঙ্গে সুপ্রিম কোর্ট যাতে বিচার করে&nbsp; তারই দাবিতে আমরা রয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের নিরপেক্ষ দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মতো একটি তদন্তকারী সংস্থা হিসেবে যে যোগ্যতা এবং দক্ষতা তাঁদের দেখানোর প্রয়োজন তার অপেক্ষায় আমরা রইলাম', বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়।</p> <p>আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রং তুলি, মানব বন্ধনে শহর জুড়ে প্রতিবাদ। দিকে দিকে প্রতিবাদ মিছিল। গান-কবিতা প্রতিবাদে পথে নাগরিকরা। কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল'। কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের। গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের। সিমলা স্ট্রিটে মশাল মিছিল, বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও। নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।</p>

from RG Kar News: আর জি কর-কাণ্ডের জের, রবিবারের রাজপথে প্রতিবাদের ঢেউ | ABP Ananda LIVE https://ift.tt/3kiVC4U
via IFTTT

Post a Comment

Previous Post Next Post