<p>আরজি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মূসচিতেই প্রশ্নের মুখে নারী-সুরক্ষা। ধর্মতলার ধর্নাস্থলের কাছে কয়েক ঘণ্টার মধ্য়ে, দু'বার শ্লীলতাহানির অভিযোগ। ধাওয়া করে এক অভিযুক্তকে ধরে ফেলেন আন্দোলনকারীরা। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে, আরেক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। আরজি কর-কাণ্ড ফের একবার বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মেয়েদের নিরাপত্তাকে। এবার তার প্রতিবাদ কর্মসূচিতেও প্রশ্ন উঠে গেল নারী-সুরক্ষা নিয়ে। ধর্ষণ-খুনের বিচার চেয়ে চলা ধর্নামঞ্চের কাছেই উঠল শ্লীলতাহানির অভিযোগ। তা-ও কয়েকঘণ্টার মধ্য়ে দু'বার। একটি ঘটনায় অভিযুক্ত পলাতক। আরেকটি ঘটনায় ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করেন আন্দোলনকারীরা।</p> <p>আরজি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ। ফের হাতে হাত মিলিয়ে প্রতিবাদের, বেনজির ছবি দেখল কলকাতা। একসঙ্গে 'রাত দখল' করল সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। ধর্মতলায় ধর্নায় আন্দোলনকারীদের সঙ্গে রাত জাগলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়, উষসী চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্ত-সহ অনেকে। আন্দোলনকারীরা স্পষ্ট জানালেন, বিচার না পাওয়া অবধি চলবে আন্দোলন। </p> <p> </p>
from RG Kar Protest: ধর্মতলায় নাগরিক সমাজের রাতভর প্রতিবাদে মত্ত যুবকের তাণ্ডব। ABP Ananda Live https://ift.tt/la23qg5
via IFTTT
from RG Kar Protest: ধর্মতলায় নাগরিক সমাজের রাতভর প্রতিবাদে মত্ত যুবকের তাণ্ডব। ABP Ananda Live https://ift.tt/la23qg5
via IFTTT