<p>ABP Ananda LIVE: জুনিয়র চিকিৎসকদের তরফে দাবি করা হয়েছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বলা, কিছু কথা আমাদের কাছে, অত্যন্ত বেদনাদায়ক। প্রথমত তাঁরা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে, তাঁদের চিন্তাপ্রকাশ করেছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি, যে ৯৩ হাজার ডাক্তারদের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র সাড়ে সাত হাজার। সর্বমোট ২৪৫ টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিক্যাল কলেজ, যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র ২৬ টি। এই পরিসংখ্যান প্রমাণ করে, যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়। বরং স্বাস্থ্য দফতর, তথা রাজ্য সরকারের। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল এত বেহাল থাকবে ? যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেই সেটি ভেঙে যাবে ! আমরা তো শিক্ষানবিশ মাত্র। শিক্ষানবিশরা কর্মবিরতি করলে, যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা, তা বলার অপেক্ষা রাখে না।</p>
from Mithun On RG Kar Case: ভয় কেটে গিয়েছে, জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে : মিঠুন চক্রবর্তী https://ift.tt/hR9FWSw
via IFTTT
from Mithun On RG Kar Case: ভয় কেটে গিয়েছে, জেগে উঠেছে বাংলা, বিচার পেতেই হবে : মিঠুন চক্রবর্তী https://ift.tt/hR9FWSw
via IFTTT