RG Kar News: RG করের দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালাল ED

<p>ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালাল ED। সন্দীপ ঘোষের মা ও বাবাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসেও হানা দিল কেন্দ্রীয় এজেন্সি।</p> <p>নবান্নে ২ ঘণ্টা জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করলেও ভেস্তে গেল বৈঠক। বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না রাজ্য সরকার। নবান্ন থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, এখনও নবান্নেই অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা। 'ওরা বিচার চায় না, চেয়ার চায়। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না। আমি জানি, অনেকে আলোচনায় রাজি ছিলেন। দু-একজনের জন্য বৈঠক হচ্ছে না, বাইরে থেকে তাঁদের কাছে নির্দেশ আসছে', প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি আরও বলেন, '২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম ডাক্তার ভাইবোনেদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা বলেছিলাম, খোলা মনে আলোচনায় আসুন। কথা বললেই সমস্যার সমাধান হয়। আমরা স্বচ্ছতার জন্য ভিডিওগ্রাফির জন্য প্রস্তুতি নিয়েছিলাম।আমরা বিচারাধীন মামলা নিয়ে আলোচনার লাইভ টেলিকাস্ট করতে পারি না।''</p>

from RG Kar Protest: লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার, ভেস্তে গেল নবান্নের বৈঠক | ABP Ananda LIVE https://ift.tt/kK5Fhnw
via IFTTT

Post a Comment

Previous Post Next Post