<p><strong>ABP Ananda Live:</strong> থ্রেট কালচার নিয়ে দফায় দফায় বিক্ষোভ আরজি করে। আজ ১২ জনকে তলব করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে। এই ১২ জন যখন একে একে শুনানির জন্য ভিতরে প্রবেশ করছিলেন তাঁদের দেখেই স্লোগান দিতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের দোতলায় ৭ সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন অভিযুক্তরা। তাঁরা শুনানির জায়গায় ঢোকা এবং বেরনোর সময় উত্তেজনার পরিস্থিতি দেখা দেয়। মুহূর্তের মধ্যে উত্তেজনার পারদ চরমে ওঠে। মোট ৫৮ জন অভিযুক্তের মধ্যে আজ ১২ জনকে তলব করা হয়। তাঁদের মধ্যে ৫ জনের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ করা গিয়েছে বলে খবর। সিআইএসএফের সামনেই অভিযুক্তরা যে গাড়িতে করে বেরোচ্ছিলেন সেদিকে ছুটে যান জুনিয়র ডাক্তারদের একাংশ। </p> <p>থ্রেট কালচারের অভিযোগে শুনানি, আশিস পাণ্ডে বেরোতেই বিক্ষোভ। থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে ১২জনকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। শুনানি চলাকালীন থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান জুনিয়র ডাক্তারদের। হাসপাতাল থেকে বেরোতেই জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে টিএমসিপির নেতা। টিএমসিপির চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে ঘিরে 'চোর চোর' স্লোগান। আশিস পাণ্ডে ছাড়াও সন্দীপ ঘনিষ্ঠ সৌরভ পালকেও তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। <br /><br />আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার অভিযোগের শুনানি চলাকালীন উত্তেজনা। শুনানি চলাকালীন থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান জুনিয়র ডাক্তারদের। অভিযুক্তদের দেখে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা। হুমকিতে অভিযুক্ত ১২ জনকে তলব হাসপাতালের বিশেষ কমিটির। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে, সৌরভ পাল, সরিফ হাসান। </p>
from RG Kar News: থ্রেট কালচারের তৃতীয় দিনের শুনানি, দফায় দফায় উত্তপ্ত আর জি কর | ABP Ananda Live https://ift.tt/zod7IhK
via IFTTT
from RG Kar News: থ্রেট কালচারের তৃতীয় দিনের শুনানি, দফায় দফায় উত্তপ্ত আর জি কর | ABP Ananda Live https://ift.tt/zod7IhK
via IFTTT