<p>ABP Ananda LIVE: ১৫ ঘণ্টা পার, এখনও তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি । আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তে এবার ইডির তল্লাশি । সিঁথিতে তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়িতে ম্যারাথন তল্লাশি । সকাল ৬.৩০: সিঁথিতে সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোমে ইডির অভিযান । বৃহস্পতিবার সিবিআই তল্লাশি, এবার সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি । হুগলির দাদপুরে সুদীপ্ত রায়ের বাগানবাড়িতেও ইডির অভিযান</p> <p>আরও খবর..<br /><br />আর জি কর কাণ্ডের তদন্তে, সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, স্টেটাস রিপোর্টে যেটা উঠে এসেছে, সেটা ভয়ঙ্কর এবং সত্যিই বিচলিত হওয়ার মতো। পাশাপাশি, নিহত চিকিৎসকের বাবার চিঠিকেও গুরুত্ব দেওয়ার জন্য় CBI-কে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।</p> <p>শুধুমাত্র কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থ-কেই নয়। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক রদবদল করল সরকার। জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে। </p>
from রাজ্য সরকারের একাধিক পদের রদবদল । কী বললেন জুনিয়র ডাক্তাররা ? https://ift.tt/N98gJta
via IFTTT
from রাজ্য সরকারের একাধিক পদের রদবদল । কী বললেন জুনিয়র ডাক্তাররা ? https://ift.tt/N98gJta
via IFTTT