RG Kar Live: 'পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন', আর জি কর কাণ্ডের মধ্যেই বার্তা মমতার।

<p>RG Kar News: 'আর জি কর কাণ্ড নিয়ে কুৎসা চলছে। পরিবারকে কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। মেয়ের স্মৃতিতে ভাল কাজ করতে হলে বলবেন, এই কথা বলা হয়েছিল। প্রমাণ দিতে হবে কোথায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাস্তা আটকালে সবার অসুবিধা হয়। মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কথা বলতে চাইলে জানানো হোক, আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সাসপেনশনের পর এবার এসএসকেএমে 'নো এন্ট্রি'। সেমিনার রুম বিতর্কে জড়ানো অভীক দে আরও বিপাকে । চিকিৎসক ধর্ষণ-খুনের দিন সেমিনার রুমে অভীক থাকার দাবি IMA বেঙ্গলের । বিতর্কের মুখে এবার অভীক দে-র এসএসকেএমে ঢোকায় নিষেধাজ্ঞা। থ্রেট কালচারে অভিযুক্ত আরেক চিকিৎসকের ক্যাম্পাসে ঢোকাতেই নিষেধাজ্ঞা।</p>

from RG Kar Live: 'পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন', আর জি কর কাণ্ডের মধ্যেই বার্তা মমতার। https://ift.tt/g2jRP1a
via IFTTT

Post a Comment

Previous Post Next Post