<p>মাথাভাঙায় প্রতিবাদে 'হামলা', কাঠগড়ায় তৃণমূলের। মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। মাথাভাঙার ঘটনায় পুলিশ কাউকে আদৌও গ্রেফতার করবে? রয়েছে প্রশ্ন। </p> <p>নেতাদের হুঁশিয়ারি ছিলই। কোচবিহারের মাথাভাঙায় 'রাত দখলে' হামলা চালানো হল! তৃণমূলের বিরুদ্ধে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। রাস্তায় আলপনা আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের উপর হামলা চালানোরও অভিযোগ উঠেছে। ক্যামেরায় সাফ ধরা পড়েছে যে, রাস্তার ওপর গ্র্যাফিটির মতো করে 'উই ওয়ান্ট জাস্টিস' লিখেছিলেন আন্দোলনকারীরা। সেই লেখা মুখে দেওয়া হচ্ছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।</p> <p>যাদের ওপর হামলা চালানো হয়েছে, তাঁরা নিরস্ত্র তো ছিলেন বটেই, তাঁদের হাতের ছিল না কোনও রাজনৈতিক দলের পতাকা। তাঁদের মুখে কোনও স্লোগানও ছিল না। কেন তাঁদের ওপর হামলা চালানো হল, বুঝে উঠতে পারছেন না কেউই। সব মহলে শুরু হয়েছে ঘটনার তীব্র নিন্দা।</p>
from RG Kar Protest: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রাজ্যজুড়ে রাত জাগছে রাজ্যবাসী। ABP Ananda Live https://ift.tt/h1y3JZ4
via IFTTT
from RG Kar Protest: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে রাজ্যজুড়ে রাত জাগছে রাজ্যবাসী। ABP Ananda Live https://ift.tt/h1y3JZ4
via IFTTT