<p>রাত দখলের পর এবার মশাল হাতে রাস্তা দখলের ডাক।আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ও নারী সুরক্ষার দাবিতে এবার রিলে মশাল মিছিলের ডাক। শুক্রবার কলকাতায় ৪০ কিলোমিটার রিলে মশাল মিছিলের ডাক।<br />একাধিক সংগঠন একসঙ্গে মিলে শুক্রবার কলকাতায় রিলে মশাল মিছিলের ডাক।</p> <p>বেনজির নাগরিক আন্দোলনে মাথা নোয়াল সরকার। রিজওয়ানুরকাণ্ডের ১৭ বছর পর, আরেক ১৭ তারিখে কলকাতার CP বদল। চাপের মুখে স্বাস্থ্য দফতরে রদবদল। সেটাও ছিল একটা নাগরিক আন্দোলন। এটাও একটা নাগরিক আন্দোলন। সেটা ছিল, দুহাজার সাত সালের সতেরোই অক্টোবর। রিজওয়ানুরকাণ্ডে তৎকালীন CP প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে সরিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকার। আর এর সতেরো বছর পর, আরেকটা সতেরো তারিখে, আর জি কর-কাণ্ডে নাগরিক আন্দোলনের চাপের মুখে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য় হল তৃণমূল সরকার।</p>
from Birbhum News: বন্যায় ভেসেছে ঘরবাড়ি, চতুর্দিকে জল, প্রাণ বাঁচাতে গাছে আশ্রয়! https://ift.tt/pAqsDnC
via IFTTT
from Birbhum News: বন্যায় ভেসেছে ঘরবাড়ি, চতুর্দিকে জল, প্রাণ বাঁচাতে গাছে আশ্রয়! https://ift.tt/pAqsDnC
via IFTTT