Medinipur News: ফের মেদিনীপুর, RPF-এর লেডি কনস্টেবলের তৎপরতায় প্রাণ বাঁচল যুবতীর

<p><strong>সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর:</strong> এক সপ্তাহের ব্যবধানে ফের একটি মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী হতে যাচ্ছিল মেদিনীপুর রেলওয়ে স্টেশনের (Medinipur railway station) যাত্রীরা। কিন্তু, কথায় আছে রাখে হরি তো মারে কে। প্রাচীন সেই প্রবাদকে সত্যি করে এক যুবতীর প্রাণ বাঁচালেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের একজন মহিলা কনস্টেবল (RPF lady constable)।</p> <p><a title="আরও পড়ুন: Crime News: ২ বার অপহরণ করে ৯ কোটি আত্মসাৎ! ভয়াবহ অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে" href="https://ift.tt/dR4YT1X" target="_blank" rel="noopener">আরও পড়ুন: Crime News: ২ বার অপহরণ করে ৯ কোটি আত্মসাৎ! ভয়াবহ অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে</a></p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টা নাগাদ মেদিনীপুর স্টেশনে ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনে চাপতে গিয়ে পা স্লিপ করে পড়ে যান ২৫ বছরের এক যুবতী। ঘটনাটি নজরে আসতেই স্টেশনে থাকা কাঞ্চন কুমারী নামে আরপিএফ-এর একজন লেডি কনস্টেবল তৎপরতার সঙ্গে সরিয়ে আনেন তাঁকে। চোখের সামনে এই ঘটনা দেখে সবাই সাধুবাদ জানিয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ওই মহিলা কনস্টেবলকে।</p> <p><a title="আরও পড়ুন:&nbsp; Raiganj News: অভিনব প্রতিবাদ, পুজোর আমন্ত্রণ পত্রে চাওয়া হল RG কর কাণ্ডের সুবিচার" href="https://ift.tt/QxIFtrb" target="_blank" rel="noopener">আরও পড়ুন:&nbsp; Raiganj News: অভিনব প্রতিবাদ, পুজোর আমন্ত্রণ পত্রে চাওয়া হল RG কর কাণ্ডের সুবিচার</a></p> <p>প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে মেদিনীপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বিকেল ৪টে বেজে ১০ মিনিটে ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল যখন ১ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ছিল সেই সময় এক বৃদ্ধা ট্রেনে চাপতে গিয়ে আচমকা পা স্লিপ করে। চোখের সামনে এই ঘটনা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা আরপিএফের একজন মহিলা কনস্টেবল এস বিশ্বাস তড়িঘড়ি তাঁকে ধরে ফেলেন। যার ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে প্রাণে বাঁচেন ওই মহিলা। আজ প্রায় একই ঘটনা ঘটল সেই মেদিনীপুর স্টেশনে।&nbsp;</p> <p>সোশ্যাল মিডিয়ার সৌজন্যে মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা চোখে পড়ে যেখানে আরপিএফ বা জিআরপি কর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচে মানুষের। বছর দুয়েক আগে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্ল্যাটফর্মে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেপ্টেম্বর মাসেরই এক সোমবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ হাওড়ার আপ লাইনে পুরুলিয়া এক্সপ্রেস ছাড়ার সময় দৌড়ে এসে ট্রেনে উঠতে যান এক যাত্রী। তবে শেষ মুহূর্তে দেহের ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান তিনি। চোখের সামনে এই দৃশ্য দেখে তড়িঘড়ি তাঁর প্রাণ বাঁচান আরপিএফের দুই কনস্টেবল।&nbsp;</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/GQPBN7F" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1726829635842000&amp;usg=AOvVaw0b1vDJtWmDsqoXLYuS2l1p">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p> <p><a title="আরও পড়ুন: R G Kar News: সন্দীপ ঘোষের নারকো টেস্টের আবেদন, চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় প্রশ্নবাণে জর্জরিত CBI" href="https://ift.tt/We6OL4F" target="_blank" rel="noopener">আরও পড়ুন: R G Kar News: সন্দীপ ঘোষের নারকো টেস্টের আবেদন, চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় প্রশ্নবাণে জর্জরিত CBI</a></p>

from Suvendu Adhikari: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁশকুড়ায় শুভেন্দু | ABP Ananda LIVE https://ift.tt/TL8remE
via IFTTT

Post a Comment

Previous Post Next Post