Kunal Ghosh on Sandip Ghosh's Arrest: 'তখন পদক্ষেপ নিলে...', সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে 'অস্বস্তির' কথা কুণালের মুখে

<p><strong>কলকাতা :</strong> সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই বিভিন্ন মহল থেকে একের পর এক প্রতিক্রিয়া আসছে। 'মেডিক্যাল এথিক্সের যে জায়গা , সেই জায়গা থেকে মনে হয় আমাকে আর এরপর স্বাস্থ্য ভবনকে বলে দিতে হবে না তাদের কী করা উচিত।' আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে এমনই মন্তব্য করেছেন অনিকেত মাহাত। আরজি কর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষের সাসপেনশনের দাবিতে বরাবর সরব তাঁরা। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা শান্তনু সেনও লিখলেন, 'ঈশ্বর বিচার করবেন, প্রমাণ হল আমি ভুল বলিনি ।' এই পরিস্থিতিতে এবার সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানালেন কুণাল ঘোষ।</p> <p>এক্স হ্যান্ডেলে কুণাল লিখলেন, 'সন্দীপ ঘোষ গ্রেপ্তার নিয়ে যাঁরা প্রতিক্রিয়া চাইছেন- তদন্ত CBI করছে। সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে। এবিষয়টা সন্দীপ বা তাঁর আইনজীবীরা বলতে পারবেন। দলের কোনও বক্তব্য নেই। কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল। তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্যভবন।'</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="bn">সন্দীপ ঘোষ গ্রেপ্তার নিয়ে যাঁরা প্রতিক্রিয়া চাইছেন-<br />তদন্ত CBI করছে। সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে। এবিষয়টা সন্দীপ বা তাঁর আইনজীবীরা বলতে পারবেন। দলের কোনও বক্তব্য নেই। কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল। তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারত স্বাস্থ্যভবন।</p> &mdash; Kunal Ghosh (@KunalGhoshAgain) <a href="https://twitter.com/KunalGhoshAgain/status/1830628223304212776?ref_src=twsrc%5Etfw">September 2, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় এদিন রাতে গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে। টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল আরজি মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা।&nbsp;</p> <p>মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির ইস্যুরও তদন্ত করছিল CBI। প্রতিদিন সন্দীপ ঘোষকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করছিলেন গোয়েন্দারা। এবার তাঁকে গ্রেফতার করল CBI।</p> <p>আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক-পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের পর থেকেই প্রশ্নের মুখে পড়ে আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। তিনি নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে চরম অসংবেদনশীল আচরণ করেন বলে অভিযোগ। কাজেই, গোড়া থেকেই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছিল নাগরিক সমাজ। শেষমেশ তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/9GBdJW3" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1725299761346000&amp;usg=AOvVaw3wQxeoWjD0QGrXHmMe0QVh">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>

from Sandip Ghosh Arrest Update: CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, কী বললেন নির্যাতিতার বাবা ? https://ift.tt/o4SGr8F
via IFTTT

Post a Comment

Previous Post Next Post