<p><strong>রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:</strong> মামাকে খুনের দায়ে ভাগ্নেকে ফাঁসির সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত (Jalpaiguri News)। গতবছর ধূপগুড়িতে খুন হন মেহতাব হোসেন। বাইরে থেকে সুপারি কিলার এনে মেহতাব হোসেনকে খুন করেন ভাগ্নে আফতাব হোসেন। ঘটনায় ভাগ্নে-সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। </p> <p><strong>ভাগ্নেকে ফাঁসির সাজা ঘোষণা:</strong> এক বছর আগে ধূপগুড়ির আংড়াভাষার সজনাপাড়া এলাকায় রাতে বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মেহতাব হোসেন। রাত ২ টা নাগাদ কয়েকজন পুরুষ ও মহিলা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। দুই সন্তান প্রাণভয়ে পালিয়ে গিয়েছিল। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী মৌমিতা দাস মারাত্মক জখম হন। মূল অভিযুক্ত ভাগ্নে মেহতাব হোসেন সহ ৬ জনকে সেই সময় পুলিশ গ্রেফতার করেছিল। এদিন সাজায় ভাগ্নে মেহতাব কে ফাঁসির সাজা শোনাল আদালত।</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/rNuVtRx" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong> </p> <p><strong>আরও পড়ুন: <a title="Ashok Dinda: 'ডাক্তাররা নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন' জুনিয়র চিকিৎসকদের নিশানা অশোক দিন্দার" href="https://ift.tt/5S3goNY" target="_self">Ashok Dinda: 'ডাক্তাররা নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন' জুনিয়র চিকিৎসকদের নিশানা অশোক দিন্দার</a></strong></p>
from Upper Primary Panel: ২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC https://ift.tt/mPf3598
via IFTTT
from Upper Primary Panel: ২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC https://ift.tt/mPf3598
via IFTTT