<p><strong>বহরমপুর :</strong> ফের চিকিৎসকদের হুঁশিয়ারি হুমায়ুন কবীরের। বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা ভরতপুরের তৃণমূল বিধায়কের। 'জেল খেটে বেরোব যেদিন সেদিন বহরমপুর মেডিক্যাল কলেজে ৫০ হাজার লোক নিয়ে যাব', বলে হুঙ্কার দিয়েছেন তিনি।</p> <p>হুমায়ুন কবীর বলেন, "ডাক্তারবাবুদের যে চলাফেরা, গতিবিধির ওপর লক্ষ্য রাখছি। বহরমপুর মেডিক্যাল কলেজে কী হয়, আর জুনিয়র ডাক্তারদের যে কী চলাফেরা ...সরকারি বিল্ডিংয়ে থেকে ...সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যাশনের হাওয়া খেয়ে...বিল্ডিংয়ে ঘুমিয়ে তাঁদের কী আচরণ আমি সব লক্ষ্য রাখছি। আমি যেদিন সামনাসামনি হব...প্রথমেই বলব যে আপনার কী করেছিলাম আমি যে আপনি আমার নামে এফআইআর করলেন। বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায়...আমি জামিন নিইনি । জামিন নেবও না। আমাকে গ্রেফতার করুক। জেলে ঢুকিয়ে দিক। জেল খেটে বেরোব যেদিন সেদিন বহরমপুর মেডিক্যাল কলেজে ৫০ হাজার লোক নিয়ে যাব। একা হুমায়ুন কবীর । দলকে ভাঙাব না। ৫০ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবীরের আছে। জেল খেটে এসে যাব। সেদিন হিসেব-নিকেশ বুঝে নেব। বহরমপুর মেডিক্যালসের যাঁরা কর্ণধার যাঁরা বসে আছেন। আইএমএ অ্যাসোসিয়েশন দেখাচ্ছেন।" </p> <p><strong>এর আগে গত ১১ সেপ্টেম্বর কী বলেছিলেন হুমায়ুন কবীর যার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছিল ?</strong></p> <p>তৃণমূল বিধায়ক বলেছিলেন, "জনগণও মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন ? জনগণ যদি আজকে হাসপাতালে গিয়ে পরিষেবা না পেয়ে তাঁর জীবন চলে যায়, মৃত্যু হয়...তাহলে সেই জনরোষে যদি তাঁরা (চিকিৎসকরা) আক্রান্ত হয় তার কে দায় নেবে ? ওঁরা যদি বলেন পেন স্ট্রাইক করব আমরাও তো জনগণকে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে।"</p> <p>মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের এই মন্তব্যের বিরুদ্ধে FIR দায়েরের আবেদন জানিয়ে পুলিশ সুপারকে চিঠি দেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, IMA-র বহরমপুর শাখা। চিঠিতে সই করেন চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের মারধরের হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আইন নিজের হাতে নিতে উস্কানি দিয়েছেন মানুষকে। হুমকির জেরে ডাক্তারদের নিরাপত্তা বাড়ানোরও দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠন। একই দাবিতে আজ জেলাশাসকের কাছেও ডেপুটেশন জমা দিতে চলেছে IMA-র বহরমপুর শাখা। তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি।</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/SBdQg17" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em> </u></strong> </p>
from Ration Scam Case: রেশন দুর্নীতিতে ১০০০ কোটি টাকার লেনদেন? চার্জশিটে দাবি ED-র https://ift.tt/tZXwOp0
via IFTTT
from Ration Scam Case: রেশন দুর্নীতিতে ১০০০ কোটি টাকার লেনদেন? চার্জশিটে দাবি ED-র https://ift.tt/tZXwOp0
via IFTTT