RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের মিছিল ঘিরে ধুন্ধমার কাণ্ড বাধল দুর্গাপুর শহরে

<p>আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার করা হল না? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তা নিয়ে CBI-এর কাছে জবাব চাইলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এই প্রশ্ন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে করুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে একযোগে নিশানা করেছেন সুকান্ত মজুমদার ও অধীর চৌধুরী।&nbsp;</p> <p>ব্যবস্থা নিলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আর জি কর-কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানালেও প্রছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় থেকে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়ে দিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।&nbsp;</p> <p>রাতারাতি নোটবন্দি করতে পারলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন? কড়া আইনের পক্ষে সওয়াল করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ষকদের ফাঁসি চেয়ে ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরনের আইন আনা রাজ্য সরকারের পক্ষে কি সম্ভব? এরইমধ্যে আর জি কর-কাণ্ড নিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।&nbsp;</p> <p>নবান্ন অভিযানের দিন ডিউটিতে গিয়ে এবার চোখই হারাতে বসেছেন এক পুলিশ অফিসার। আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাম চোখে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকরা বলছেন, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা অত্য়ন্ত ক্ষীণ। উন্নত চিকিৎসার জন্য়, এই পুলিশ অফিসারকে হায়দরাবাদের, এল ভি প্রসাদ হাসপাতালে নিয়ে যাচ্ছে সরকার।</p>

from Bangla Bandh: ছাত্র সমাজের নবান্ন অভিযান সমর্থন, বাংলা বন‍ধের পর এবার ধর্নায় বিজেপি https://ift.tt/3pToa6k
via IFTTT

Post a Comment

Previous Post Next Post