RG Kar News: কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছত্রছায়ায় ছিল সঞ্জয়

<p>ABP Ananda Live: কলকাতা পুলিশের বাইক নিয়ে দাপিয়ে বেড়ানো, নিয়ম বহির্ভূতভাবে পুলিশের ব্য়ারাকে থাকা, এমনকী ডিউটি না করা! আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠছে এমন মারাত্মক সব অভিযোগ। কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছত্রছায়ায় ছিল সঞ্জয়। সেই কারণেই কি এত দাপট? লাগামহীন বাড়বাড়ন্ত? উঠছে প্রশ্ন।</p> <p>আরও খবর, আরজি কর কাণ্ডে বিস্ফোরক অভিযোগ মৃত চিকিৎসকের পরিবারের । 'কাউকে যে খুনের সুপারি দেওয়া হয়নি, তার কি গ্যারান্টি?' 'আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের ওপর সন্দেহ' । 'মেয়ের ওপর খুব চাপ ছিল, বাধার মুখে পড়তে হচ্ছিল' । 'অনেক ক্ষেত্রে চিকিৎসার কাজে বাধার মুখে পড়তে হচ্ছিল' । 'সিনিয়র ডাক্তারদের একাংশ অসহযোগিতা করত' । বিস্ফোরক অভিযোগ আরজি করের মৃত চিকিৎসকের পরিবারের</p>

from RG Kar News: কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছত্রছায়ায় ছিল সঞ্জয় https://ift.tt/MKfFTP3
via IFTTT

Post a Comment

Previous Post Next Post