RG Kar News Live Update: আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট গঠন রাজ্যের

<p><strong>কলকাতা :</strong> হাত দিয়ে শ্বাসরোধের ফলেই মৃত্যু হয়েছে আর জি কর মেডিক্য়াল কলেজের তরুণী চিকিৎসকের। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে উঠে এল এমনই তথ্য। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।</p> <p>দুই গালে অজস্র ক্ষতচিহ্ন। ঠোঁটের বাইরে, ভিতরে একাধিক আঘাত। ডান দিকের চোয়ালে ক্ষতচিহ্ন। নাক ও ঠোঁটের মাঝের অংশেও আঘাতের দাগ। যৌনাঙ্গে... ঘাড়ে, গলায়, কাঁধে, হাতে, বাঁ পায়ের হাঁটু - সর্বত্র ক্ষত। খুলির নীচে ও ফুসফুসেও মিলেছে রক্তক্ষরণের চিহ্ন। <br />আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ময়নাতন্তের রিপোর্টে এমনই তথ্য উঠে আসছে। ময়নাতন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, হাত দিয়ে শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে। পাশাপাশি নাক-মুখ চাপা দিয়েও শ্বাসরোধ করা হয়েছিল। <br /><br />ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে শ্বাসরোধ করার কারণে মৃত্যু। মৃত্যুর ধরন খুন। যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর মেডিক্যাল প্রমাণও রয়েছে। মৃতদেহ ব্যবচ্ছেদের পর যে সমস্ত আঘাতের প্রমাণ মিলেছে, সেগুলির সবক'টিই মৃত্যুর আগের বলে রিপোর্টে উল্লেখ করেছেন তদন্তকারী চিকিৎসকরা। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাদা রঙের গাঢ় দেহরস সংগ্রহ করা হয়েছে। যার ওজন ১৫১ গ্রাম। <br /><br />ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিসেরা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে রক্ত, মাথার চুল, নখ ও যৌনাঙ্গের নমুনা। যা সিল করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। <br /><br /></p>

from Kolkata Weather: মঙ্গলে কেমন থাকবে কলকাতা আবহাওয়া,আজও কি ভরপুর বৃষ্টি হবে? https://ift.tt/fdQ6Hmr
via IFTTT

Post a Comment

Previous Post Next Post