RG Kar News Live Update: আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

<p>RG কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে (RG Kar Hospital Doctor Death Case) উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। দেশ ছাড়িয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বিদেশেও। রবিবারও বিক্ষোভ হয়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে। সাধারণ মানুষ থেকে তারকারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকরা</p> <p>রবিবাসরীয় বিকাল সাক্ষী থেকেছে এক বিরাট প্রতিবাদের। যেখানে একসঙ্গে, একজোট বেঁধে আর জি করের নির্যাতিতার হয়ে ন্যায়বিচার (RG Kar Protest) হয়ে গর্জে উঠেছিলেন কলকাতার তিন প্রধানের সমর্থকরা। সেই প্রতিবাদ থামাতে বিকেলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিবাদ জানিয়ে কয়েকজনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে নেওয়া সম্ভব হলেও, জনা ছয়েক সমর্থক আটক ছিলেন। সেই সমর্থকদের ছাড়াতে রাতেই লালবাজারে উপস্থিত হয়েছিলেন কল্যাণ চৌবে&nbsp;</p> <p>আরজি কর কাণ্ডে CBI-এর নজরে ফোন রেকর্ড। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফোন রেকর্ড। সূত্রের খবর, সন্দীপ ঘোষের ফোন রেকর্ড খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও সূত্রের খবর, RG কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ।</p> <p>আর জি কর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি সুখেন্দুশেখর রায়ের। তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট কুণাল ঘোষের। তারপরেই তৃণমল সাংসদকে তলব করল কলকাতা পুলিশ। রবিবার বিকেলেই লালবাজারে হাজিরার নির্দেশ। আরজি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেছিলেন সুখেন্দুশেখর রায়। লিখেছিলেন, 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই'। গতকাল গভীর রাতে সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন তৃণমূল সাংসদ।</p> <p>স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা যাঁরা দিয়ে থাকেন, তাঁদের উপর হামলার প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করল চিকিৎসকের সংগঠন IMA. তাঁদের দাবি, এই ধরনের ঘটনা রোখার জন্য কেন্দ্রীয় আইন আনা হোক। এর সঙ্গেই হাসপাতাগুলিকে সেফ জ়োন বলে ঘোষণা করে প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করার দাবি করেছেন সম্প্রতি আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এই ঘটনায়। এর পরপরই ওই হাসপাতালেই রাতে ব্য়াপক ভাঙচুর-তাণ্ডবের ঘটনা ঘটেছে। তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এই ২ ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের এই সংগঠনের তরফে এমন দাবি করা হয়েছে ।</p>

from Swimming Competition: সোদপুরে আয়োজিত হল মজুমদার সুইমিং সেন্টারের সাঁতার প্রতিযোগিতা https://ift.tt/g4yuz0Y
via IFTTT

Post a Comment

Previous Post Next Post