RG Kar News: টাকা নয়ছয় থেকে মেডিক্য়াল বর্জ্য় পাচার, সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে ভুরিভুরি অভিযোগ! | ABP Ananda LIVE

<p>ABP Ananda LIVE: করোনার সময় হাসপাতালের টাকা নয়ছয় থেকে মেডিক্য়াল বর্জ্য় পাচার। সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আর জি করেরই প্রাক্তন ডেপুটি স্পিকার আখতার আলির তালিকায় রয়েছে এরকম ভুরিভুরি সব অভিযোগ!</p> <p>আরও খবর..</p> <p>ছাত্র সমাজ নামে সংগঠনের ডাকা নবান্ন অভিযানে অংশগ্রহণের ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। 'অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারব, নবান্ন অভিযানের ডাকে ভয় পেয়ে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার, আদালতে গিয়ে রাজ্য সরকারই নবান্ন অভিযানে কার্যত সিলমোহর দিয়ে দিল', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।</p> <p>তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলাতেও, পুলিশের উপর আস্থা রাখতে পারল না আদালত। এই তদন্তও CBI-কে দিল কলকাতা হাইকোর্ট।&nbsp;</p> <p>&nbsp;</p>

from আর জি করের ঘটনা নিয়ে কী বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়? https://ift.tt/v47eU5R
via IFTTT

Post a Comment

Previous Post Next Post