RG Kar Live Update: ক্রাইম সিন সেমিনার রুমে ওরা কারা? লাল পোশাকের ব্যক্তিকে ঘিরে রহস্য

<p><strong>কলকাতা: </strong>আর জি কর মেডিক্যালের সেই সেমিনার রুমে ওরা কারা? &nbsp;আর জি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য দানা বেঁধেছে! পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশের দাবি খারিজ করেছে IMA &nbsp;রাজ্য শাখা। ওই ব্যক্তি SSKM-এর চিকিৎসক বলে পাল্টা দাবি তাদের। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করে লালবাজার।&nbsp;আরজি করে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে এত মানুষের ভিড় কেন ছিল ? ওই সময় কি সুযোগ বুঝে তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে ? এনিয়ে নানা প্রশ্নের মাঝেই বাড়ছে রহস্যের বাতাবরণ। সেমিনার রুমে ঘটনাস্থলে উপস্থিত একাধিকজনের পরিচয় নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। এনিয়ে কলকাতা পুলিশ ও IMA-র রাজ্য শাখার দুই রকম মতামত উঠে আসছে। যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, তার ঠিক কাছেই ছিলেন লাল জামা পরা এক ব্যক্তি। যাকে নিয়েই যাবতীয় বিতর্ক দানা বেঁধেছে।</p> <p>অন্যদিকে, &nbsp;পুলিশের দেখানো ছবিতে বাদ, বেগুনি জামা পরা একজনকে নিয়েও ভাইরাল ছবিতেও ধোঁয়াশা। বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বলে সন্দেহ আইএমএ বেঙ্গলের। আর জি করে এবার লাল-বেগুনি পোশাক রহস্য। হাসপাতালে থাকলেও কেউ ঘটনাস্থলে ছিলাম না, দাবি বিরূপাক্ষের। বাড়িতে গিয়েও খোঁজ মিলল না অভীকের। আর জি কর কাণ্ডে এবার বিতর্কে সন্দীপ ঘনিষ্ঠ অভীক। হুমকি- সংস্কৃতি চালিয়ে যাওয়ার অভিযোগে বর্ধমান মেডিক্যালে বিক্ষোভ।&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="'Porichoy Gupta' New Release Date: আরজি কর কাণ্ডের আবহে পিছিয়ে যায় মুক্তির তারিখ, অবশেষে প্রেক্ষাগৃহে কবে আসছে 'পরিচয় গুপ্ত'?" href="https://ift.tt/ExPUftW" target="_blank" rel="dofollow noopener">'Porichoy Gupta' New Release Date: আরজি কর কাণ্ডের আবহে পিছিয়ে যায় মুক্তির তারিখ, অবশেষে প্রেক্ষাগৃহে কবে আসছে 'পরিচয় গুপ্ত'?</a></p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/Trzhmx5" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1725213443672000&amp;usg=AOvVaw1EBRdFJRIS0FflV7brVuAz">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>

from Swargaram: সেমিনার রুমে ওরা কারা? লাল জামা পরা ব্যক্তি কে? উঠছে প্রশ্ন। ABP Ananda Live https://ift.tt/rR7h9mD
via IFTTT

Post a Comment

Previous Post Next Post