Rain Alert: অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি, সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা বঙ্গে

<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:</strong> সক্রিয় মৌসুমী অক্ষরেখা (Rain Alert)। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। প্রবল দুর্যোগের আশঙ্কা বঙ্গের আকাশে। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা।&nbsp;</p> <p>ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্রবার বৃষ্টি সম্ভাবনা কম থাকলেও শনিবারের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তিন জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।&nbsp;ফের রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।</p> <p>উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।&zwnj; প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে ধস নামতে পারে। পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমান্যতা কমবে। নদীর জল স্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। একটানা বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে।</p> <p>কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে।<br />আজ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই।&nbsp;আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ।&nbsp;</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/1wsytOP" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong></p> <p><strong>আরও পড়ুন: <a title="Bangladesh Update: আজই নিতে পারেন শপথ, ইউনূসের হাত ধরে শান্তি ফিরবে বাংলাদেশে?" href="https://ift.tt/JzSibgI" target="_self">Bangladesh Update: আজই নিতে পারেন শপথ, ইউনূসের হাত ধরে শান্তি ফিরবে বাংলাদেশে?</a></strong></p>

from West Bengal Weather Update: তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলা! কবে? পূর্বাভাসে বলল আবহাওয়া দফতর https://ift.tt/P9yRZ6X
via IFTTT

Post a Comment

Previous Post Next Post