<p>ABP Ananda Live: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু। এমার্জেন্সির চারতলায় সেমিনার রুম থেকে সকালে দেহ উদ্ধার। আততায়ী চিকিৎসকের পরিচিত, প্রাথমিক অনুমান পুলিশের: সূত্র । 'রাত ২টোয় ডিনার করেন চিকিৎসক, বিশ্রাম নিতে যান সেমিনার রুমে'। রাত ২টোর পরে ঠিক কী হয়েছিল? কীভাবে মৃত্যু? এখনও ধোঁয়াশা । পোশাক অবিন্যস্ত, দেহে আঘাতের চিহ্ন, অভিযোগ চিকিৎসকদের একাংশের। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের, ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু, প্রতিবাদে বিজেপি-এসইউসির বিক্ষোভ। কীভাবে মহিলা চিকিৎসকের মৃত্যু? তদন্তে হাসপাতালের ১১ সদস্যের কমিটি। হাসপাতালে রহস্যমৃত্যু, প্রতিবাদে চিকিৎসকদের একাংশের কর্মবিরতি। মৃত মহিলা চিকিৎসকের বাবা-মার সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর ।সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর । খবর পেয়েই হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার, স্বাস্থ্যসচিব । রাতে হাসপাতালে কারা কারা ডিউটিতে ছিলেন, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বিচারবিভাগীয় তদন্তের দাবি মানার পরেই দেহ ছাড়লেন চিকিৎসকরা। ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ, সিবিআই চায় বিজেপি। তদন্ত চলছে, যা করার করা হবে, হাসপাতালে গিয়ে আশ্বাস সিপির।<br /><br /></p> <p> </p> <p> </p>
from Buddhadeb Bhattacharjee: 'উনি সারাজীবন একটা আদর্শকে নিয়ে কাজ করে গেছেন', বললেন রবীন দেব https://ift.tt/H6sF3ik
via IFTTT
from Buddhadeb Bhattacharjee: 'উনি সারাজীবন একটা আদর্শকে নিয়ে কাজ করে গেছেন', বললেন রবীন দেব https://ift.tt/H6sF3ik
via IFTTT