Kalimpong Landslides: রাতে ও সকালে ফের ধস নামল কালিম্পঙে! ABP Ananda Live

<p>ABP Ananda Live: টানা বৃষ্টিতে বিপর্যয় ঘনাল বাংলাতেও। রাতে ও সকালে ফের ধস নামল কালিম্পঙে। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা।</p> <p>ধসের সঙ্গে উপড়ে নেমে এসেছে বিশাল বিশাল গাছ...।বিচ্ছিন্ন যোগাযোগ। ফুঁসছে নদী। রাস্তার ওপর দিয়ে বইছে ঝরনা। বিশাল ধস নেমেছে রাস্তাতেও। উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের জেরে গত একমাস বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং যাওয়ার এই জাতীয় সড়ক।&nbsp;</p> <p>বৃহস্পতিবার রাস্তা চালু হতে না হতে ফের ধসে যায় একাংশ। আটকে পড়ে বহু গাড়ি। ভারী বৃষ্টির জেরে রাতে ও সকালে নতুন করে ধস নামে কালিম্পঙে। তার জেরে ২৯ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কালিম্পং-শিলিগুড়ি রুটে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজার ওয়াকথ্রুর অংশ - রাতে পাঠিয়েছে। সিকিম যাওয়ার লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে লাভা এবং পনবু হয়ে ঘুরপথে চলছে যাতায়াত।</p>

from Soumitra Khan: 'নিজের চরকায় তেল দিন', কাকে বললেন সৌমিত্র খাঁ? ABP Ananda Live https://ift.tt/Hdi6fRt
via IFTTT

Post a Comment

Previous Post Next Post