Dev On RG Kar Case: 'RG Kar কাণ্ডে বিচার চাই..', 'খাদান'-র টিজার রিলিজ পিছিয়ে দিলেন দেব

<p><strong>কলকাতা:</strong> আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে পিছিয়ে দেওয়া হল বাংলা ছবি খাদান এর টিজার রিলিজের তারিখ। সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব।</p> <p>১৪ অগাস্ট সকাল ১১ টায় সুরিন্দর ফিল্মস প্রযোজিত বাংলা ছবি খাদানের টিজার মুক্তি পাওয়ার কথা ছিল। এর আগে নিজেই জানিয়েছিলেন দেব। তবে মাঝে আরজিকরের ঘটনায় নড়ে যায় কলকাতা-সহ সারা দেশ। প্রতিবাদে সামিল টলিউডও। তাই পিছিয়ে দেওয়া হল বাংলা ছবি খাদান এর টিজার রিলিজের তারিখ। ফেসবুক পোস্টে সেই বিবৃতি শেয়ার করলেন দেব। সোশ্যাল পোস্টে, নির্যাতিতার পরিবারের পাশে থেকে, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং আরজিকর কাণ্ডে বিচারের দাবি জানিয়েছেন দেব।</p> <p><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/RcunQPj" width="500" height="589" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p>আরও পড়ুন, <a title="আরজিকর কাণ্ডে 'অপরাধীরা বেঁচে যাবে..' ! বিস্ফোরক জাতীয় কমিশনের চেয়ারপার্সন" href="https://ift.tt/21NeFhv" target="_self">আরজিকর কাণ্ডে 'অপরাধীরা বেঁচে যাবে..' ! বিস্ফোরক জাতীয় কমিশনের চেয়ারপার্সন</a></p> <p>আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'।জানা গেছে ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা।&nbsp;</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/SA3o5Zq" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1723631195463000&amp;usg=AOvVaw1K_z4FvlHMLspPZXvrpaYJ">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <div class="yj6qo">&nbsp;</div>

from WB Rain Alert: শ্রাবণের শেষে প্রবল বর্ষণ, ভারী বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে https://ift.tt/jyMTiDG
via IFTTT

Post a Comment

Previous Post Next Post