Bidhan Nagar News: ডেঙ্গি রোধে আগাম ব্যবস্থা, কেষ্টপুর খালে গাপ্পি মাছ ছাড়ল বিধাননগর পুরসভা

<p><strong>জয়ন্ত রায়, কলকাতা:</strong> প্রবল বৃষ্টির জেরে জল জমেছে বিভিন্ন এলাকায়। যাতে ডেঙ্গির মশা জন্মানোর প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ, প্রতিবছর বর্ষার জমা জলেই ডেঙ্গি মশার প্রকোপ বাড়ে। এই জমা জলেই ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশার লার্ভা জন্মায়। তাই ডেঙ্গি মহামারি রুখতে (Dengue prevention) শুক্রবার বিধাননগর পুরসভার (Bidhan Nagar Municipality) উদ্যোগে গাপ্পি মাছ (Guppy fish) ছাড়া হল কেষ্টপুর খালে।&nbsp;</p> <p><a title="আরও পড়ুন: East Bardhaman News: রাস্তার জমা জলের জ্যান্ত কই চলে গেল গলায়, বেঘোরে প্রাণ গেল জৌগ্রামের বাসিন্দার" href="https://ift.tt/dUhgHRi" target="_blank" rel="noopener">আরও পড়ুন: East Bardhaman News: রাস্তার জমা জলের জ্যান্ত কই চলে গেল গলায়, বেঘোরে প্রাণ গেল জৌগ্রামের বাসিন্দার</a></p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যেক বছরই বর্ষা মিটলেই ডেঙ্গির প্রকোপ দেখা যায় বিধাননগর পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে। সেই কারণে এবার আগে থাকতেই উদ্যোগ নেওয়া হয়েছে বিধাননগর পুরসভার তরফে। যাতে এই বছরে ডেঙ্গি মহামারির আকার ধারণ না করতে পারে। শুক্রবার কেষ্টপুর খালে গাপ্পি মাছ ছাড়ার সময় উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।&nbsp;</p> <p><a title="আরও পড়ুন: Kurseong News: প্রবল বর্ষণের জেরে ভয়াবহ অবস্থা কার্শিয়াঙে, প্রকৃতির তাণ্ডবে বেহাল শহর" href="https://ift.tt/voBqFlT" target="_self">আরও পড়ুন: Kurseong News: প্রবল বর্ষণের জেরে ভয়াবহ অবস্থা কার্শিয়াঙে, প্রকৃতির তাণ্ডবে বেহাল শহর</a></p> <p>পুরসভার এই উদ্যোগ সম্পর্কে কৃষ্ণা চক্রবর্তী জানান, এখন থেকেই আমাদের স্বাস্থ্য কর্মীরা পুরসভার অন্তর্গত প্রতিটি বাড়িতে গিয়ে খতিয়ে দেখছেন কোথাও কেউ জল জমিয়ে রেখেছেন কিনা। ফুলের টব থেকে শুরু করে কোনও পাত্র জল জমে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মানুষকেও সচেতন করা হচ্ছে যাতে কেউ বাড়িতে জল জমিয়ে না রাখেন। আগামী দিনে ড্রোন উড়িয়ে নজরদারি করা হবে সম্পূর্ণ পুরসভা এলাকায়।&nbsp;</p> <p>প্রসঙ্গত উল্লেখ্য বিধাননগর পুরসভার সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে এই এলাকায়। বিষয়টি যাতে মহামারির আকার ধারণ না হয় সেই কারণেই আগাম উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির জেরে পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জল জমেছে। যা চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষ থেকে পুরসভার আধিকারিকদের মনে। যার জেরে তড়িঘড়ি শুক্রবারই আগাম ব্যবস্থা হিসেবে গাপ্পি মাছ ছাড়া হল।</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/zsgVyIS" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722679218458000&amp;usg=AOvVaw3pV0SrfflEnDztGJQ_FUyK">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <p><a title="&lt;p&gt;আরও পড়ুন: Bankura News: জলের তলায় বিঘার পর বিঘা জমি, লাগাতার বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের&lt;/p&gt;&lt;p&gt;&nbsp;&lt;/p&gt;" href="https://ift.tt/4galcJ6" target="_self">আরও পড়ুন: Bankura News: জলের তলায় বিঘার পর বিঘা জমি, লাগাতার বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের</a></p> <p>&nbsp;</p>

from Soumitra Khan: 'নিজের চরকায় তেল দিন', কাকে বললেন সৌমিত্র খাঁ? ABP Ananda Live https://ift.tt/hjJl5Gc
via IFTTT

Post a Comment

Previous Post Next Post