West Bengal News Live: আজ ২১ জুলাই,তৃণমূলের শহিদ দিবসে কী বার্তা মমতার?

<p>TMC 21 July: আজ তৃণমূলের ২১ জুলাই। লোকসভা ভোট, উপনির্বাচনে সবুজ ঝড়ের পর কী বার্তা মমতার? নজর সবার।</p> <p>TMC Shahid Diwas: তৃণমূলের মেগা সমাবেশ। প্রস্তুতি সম্পন্ন। জেলা থেকে কলকাতায় নেতা-কর্মীরা। রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে এলেন ৫জন। মঞ্চে থাকবেন অখিলেশও।&nbsp;</p> <p>Abhishek Banerjee: কলকাতায় ফেরার পরেও সক্রিয়ভাবে একুশের প্রস্তুতিতে নেই অভিষেক। জল্পনা খারিজ ফিরহাদের।</p> <p>CV Anand Bose: পুদুচেরির অবসরপ্রাপ্ত বিচারপতির রিপোর্ট দিয়ে বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওড়াল রাজভবন। নেপথ্যে মুখ্যমন্ত্রীর চক্রান্তের দাবি।</p> <p>BJP: ভোট না দেওয়ায় তৃণমূলের পর বিজেপিতেও আমরা-ওরা? কেন্দ্রীয় সাহায্য পেতে খণ্ডঘোষে ক্যান্সার আক্রান্তকেও বঞ্চনার অভিযোগ।</p> <p>Suvendu Adhikari: মোদির উল্টো সুর শুভেন্দুর। সুকান্ত-শমীকের পর এবার বিরোধিতায় বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি। বিতর্কের পরও অবস্থানে অনড় শুভেন্দু। পাশে তথাগত-অর্জুন।&nbsp;</p> <p>Jamal Arrest: সালিশি ডেকে উল্টো ঝুলিয়ে শিকলে বেঁধে মার। মোবাইল, সিম বদলেও হল না রক্ষা। মাস্কে মুখ ঢেকে বেরোতেই গ্রেফতার সোনারপুরের তৃণমূলকর্মী জামাল।&nbsp;</p> <p>Subodh Singh: বিহারের গ্যাংস্টার সুবোধ সিংহের ৭ দিনের পুলিশ হেফাজত। বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়িতে গুলি মামলায় নির্দেশ ব্যারাকপুর কোর্টের। হেলমেট পরিয়ে বের করল পুলিশ।</p> <p>NEET UG Result: সুপ্রিম কোর্টের নির্দেশে নিট-ইউজির রেজাল্ট প্রকাশ। রাজকোটের একই সেন্টারের ২৪০ পড়ুয়ার নম্বর ৬০০-র বেশি। পুরো ৭২০ একজনের। প্রশ্নফাঁসে সিবিআই জালে আরও ৩।</p>

from West Bengal News Live: আজ ২১ জুলাই,তৃণমূলের শহিদ দিবসে কী বার্তা মমতার? https://ift.tt/PKecVAa
via IFTTT

Post a Comment

Previous Post Next Post