West Bengal News Live Updates: বাজেটে মধ্যবিত্তের নামমাত্র সুরাহা, অপরিবর্তিত পুরনো আয়কর কাঠামো

<p>বাজেটে (Union Budget 2024) মধ্যবিত্তের নামমাত্র সুরাহা। অপরিবর্তিত পুরনো আয়কর কাঠামো। নতুনে ৩ লক্ষের কম আয়ে নেই কোনও কর। স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ৭৫ হাজার।&nbsp;<br /><br /></p> <p>নতুন কর কাঠামোয় বাড়ল ছাড়ের ঊর্ধ্বসীমা। ৩ থেকে ৭ লক্ষ আয়ে ৫%। ১০ লক্ষ পর্যন্ত ১০%। ১২ লক্ষে ১৫%। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। সাড়ে ১৭ হাজার পর্যন্ত লাভ।<br /><br /></p> <p>স্বল্প-দীর্ঘ, দুই মেয়াদেই ক্যাপিটাল গেনে বাড়ল কর। ফ্যামিলি পেনশনে ছাড় ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার। NPS-এ লগ্নির ঊর্ধ্বসীমা ১০ থেকে বেড়ে ১৪%।&nbsp;<br /><br /></p> <p>শরিকে কল্পতরু তৃতীয় মোদির সরকারের প্রথম বাজেট। নীতীশ, নায়ডুর রাজ্যের জন্য দরাজহস্ত। পূর্বোদয়ে বাংলার নাম, তবু আলাদা প্রকল্পের কথাই শোনা গেল না নির্মলার মুখে।&nbsp;<br /><br /></p> <p>এবার পরনির্ভর মোদি সরকার। বাজেটেও N ফ্যাক্টর। শরিক নীতীশের বিহারে এক্সপ্রেসওয়ে, ব্রিজ তৈরিতে ২৬ হাজার কোটি। নায়ডুর অন্ধ্রকে ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ।<br /><br /></p> <p>মধ্যবিত্তকে আরও শক্তিশালী করার বাজেট। কর্মসংস্থান থেকে গরিব উন্নয়নে জোর। অর্থনীতিতে দেশকে তৃতীয় শক্তিধর করার লক্ষ্য, পাল্টা মোদি। (বাইট- )<br /><br /></p> <p>উন্নয়ন থেকে বন্যা নিয়ন্ত্রণ। বাজেটে বিহার-অন্ধ্রের জন্য ঢালাও বরাদ্দ। বাংলার প্রাপ্তি নামমাত্র। বিহার-ওড়িশার সঙ্গে বাংলার উন্নয়নেও সমান নজর, দাবি সীতারমণের।&nbsp;</p> <p>বাজেটে ক্যানসারের জীবনদায়ী ৩টি ওষুধে সমপূর্ণ শুল্কছাড়ের ঘোষণা কেন্দ্রের । দাম কমছে সোনা-রূপো থেকে মোবাইল-সোলার প্যানেলের। বাড়ছে প্লাস্টিকের।</p> <p><br />কর্মসংস্থানের লক্ষ্যে ৫ বছরে ১ কোটি শিক্ষানবীশ নিয়োগ। নতুন চাকরিতে ঢুকলেই একমাসের বেতন পিএফে। সময়ে TDS না দিলে অপরাধ নয়, ঘোষণা সীতারমণের।&nbsp;<br /><br /></p> <p>আবাসে আরও ৩ কোটি ঘর। মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধি। ৫ বছর বাড়ল গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ।<br /><br /></p>

from Tarakeswar News: চোর সন্দেহে মহিলাকে পোস্টে বেঁধে হেনস্থা, উত্তেজনা তারকেশ্বরে https://ift.tt/kXBdDJf
via IFTTT

Post a Comment

Previous Post Next Post