Tarkeshwar News: তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ! ABP Ananda Live

<p>West Bengal News: হুগলির তারকেশ্বর ও হাওড়ার ডোমজুড়ে সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। তারকেশ্বরে সরকারি জমিতে তৃণমূল নেতার বেআইনি নির্মাণ ভাঙতে আসরে নামলেন OC. অন্যদিকে, ডোমজুড়ে দখলদার হঠাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল প্রধান।&nbsp;</p> <p>রাজ্যজুড়ে সরকারি জমি থেকে দখলদার উচ্ছেদ অভিযান চলছে। এর মধ্যেই হুগলির তারকেশ্বরে তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। অভিযুক্ত অনিল বাগ বালিগড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। সরকারি জমিতে বেআইনি নির্মাণ নজরে আসায় তৃণমূল নেতাকে সতর্ক করেন তারকেশ্বর থানার OC. পুলিশের নির্দেশে কাঠামো খুলে নিতে বাধ্য হলেও, বেআইনি নির্মাণ নিয়ে সাফাই দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য়। তৃণমূল সদস্যের বেআইনি নির্মাণ কিছুই জানত না পঞ্চায়েত? হাওড়ার ডোমজুড়ে সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার নৌশাদ জমাদারের বিরুদ্ধে। দক্ষিণ ঝাঁপড়দহ গ্রাম পঞ্চায়েতের তালপুকুর গ্রামে বছর পাঁচেক আগে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করেছেন ওই শ্রমিক নিয়োগের ঠিকাদার।</p>

from BJP Tussle: শুভেন্দুর পর এবার সুকান্তর সঙ্গেও অর্জুন-সৌমিত্রের বিভাজন? ABP Ananda Live https://ift.tt/UCnEVD6
via IFTTT

Post a Comment

Previous Post Next Post