<p>ABP Ananda LIVE: টেকনিসিয়ান-পরিচালক দ্বন্দ্বে টালিগঞ্জে অচলাবস্থা । ফেডারেশনের ভূমিকায় প্রশ্ন পরিচালকদের । টলিপাড়ার নিয়ম-কানুন নিয়ে প্রশ্ন পরিচালকদের । 'নিয়মের বেড়াজালে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে' । 'একতরফাভাবে আইন তৈরি করছে ফেডারেশন' । 'এই সব আইনের জেরে সবার কাজের অসুবিধা হচ্ছে' । 'একপেশে আইনের জন্য কাজের পরিবেশ নষ্ট হচ্ছে' । 'কতজন লোক নিয়ে কাজ করব, সেটার বাইরের লোক ঠিক করে দেবে?'</p> <p>'শ্যুটিং বন্ধ অনভিপ্রেত ঘটনা'। 'কিছু মুষ্টিমেয় পরিচালকদের কর্মবিরতি অনভিপ্রেত'। 'কী কারণে অচলাবস্থা জানে না ফেডারেশন'। 'রেজিস্টার্ড সিনেমার জন্য মৌ চুক্তি আছে, কিছু শর্ত আছে'। 'কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন'। 'ইন্ডাস্ট্রিকে বন্ধ করে মুখ্যমন্ত্রীর অবমাননা করেছেন পরিচালকদের একাংশ'। 'অনেক সমস্যা হলেও ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি'। 'পূর্ব পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে'। 'কাল রাত ৯ থেকে আজ বেলা ১২ পর্যন্ত শ্যুটিং হয়েছে, কলাকুশলীরা কাজ বন্ধ করেননি'। 'কলাকুশলীরা কাজ বন্ধ করেনি'। 'আমরা শ্যুটিং করতে চাই'। 'ঠোকাঠুকি লাগলেও আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই'। 'কেউ কাজ না করলে শুধু পরিচালক একা কাজ করতে পারবে ?' 'পরিচালকদের এত অহঙ্কার কিসের ?' 'সমস্ত পরিচালকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই'। 'প্রবল ষড়যন্ত্র, আমরা চাই ইন্ডাস্ট্রি এগিয়ে যাক'। 'যারা সমস্যার সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে আলোচনা করব'। 'আলোচনায় সমস্যার সমাধান সম্ভব'। 'ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন কয়েকজন'।</p>
from Kolkata News: সম্পর্কে আপত্তি মায়ের, নাবালক প্রেমিককে নিয়ে মাকে গলা টিপে খুন মেয়ের https://ift.tt/5vhKQDW
via IFTTT
from Kolkata News: সম্পর্কে আপত্তি মায়ের, নাবালক প্রেমিককে নিয়ে মাকে গলা টিপে খুন মেয়ের https://ift.tt/5vhKQDW
via IFTTT