<p><strong>পূর্ব ও পশ্চিম মেদিনীপুর:</strong> আজ সোমবার, দিনভর মেঘলা আকাশ। সকালেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তারপরে অল্পবিস্তর বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পারদ খুব বেশি না থাকলেও মেঘের কারণেই ভ্যাপসা গরম থাকবে। আজ, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৭ এর আশেপাশে থাকছে। সোমবার জেলায় হাওয়ার গতিবেগ ১৩-১৪ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৫-৩৬ কিলোমিটারের আশেপাশে উঠতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৬৯ শতাংশ। (Weather forecast of Purba Medinipur-Digha)।</p> <p><strong>আগামীকাল কেমন আবহাওয়া:</strong><br />মঙ্গলবার মেঘের দাপট দেখা যাবে আকাশে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে না। অল্পবিস্তর বৃষ্টি হতে পারে। না হলেও ঘন মেঘ দেখা যাবে আকাশে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৫-১৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৩৫-৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। সকালে Real Feel প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। UV Index-৫-এর আশেপাশে থাকবে।</p> <p>আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ২৮ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫ টা ৬ মিনিটে।</p> <p><strong>পশ্চিম মেদিনীপুর:</strong><br />সোমবার সকালেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়। বিকেলের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দেখা যাবে। রাতের দিকে অল্পবিস্তর বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। অল্প হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘ থাকবে আকাশে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম থাকবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১২-১৩ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৮৮ শতাংশের কাছাকাছি থাকবে।</p> <p>মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জেলায়। বিকেলের দিকে মূলত আকাশ মেঘলা থাকবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রাতে কোনও কোনও এলাকায় বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮২ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশ।</p> <p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://ift.tt/Srq8jul" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></strong></p> <p><a title="আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই উত্তরে ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণের জেলাগুলিতে কোথায় কেমন আবহাওয়া?" href="https://ift.tt/1J60SZM" target="_blank" rel="noopener">আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই উত্তরে ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণের জেলাগুলিতে কোথায় কেমন আবহাওয়া?</a></p>
from North 24 Parganas: আড়িয়াদহে প্রাসাদোপম বাড়ি জয়ন্তর, জমির মালিক কে? খোঁজ শুরু পুরসভার https://ift.tt/Qv2ISTx
via IFTTT
from North 24 Parganas: আড়িয়াদহে প্রাসাদোপম বাড়ি জয়ন্তর, জমির মালিক কে? খোঁজ শুরু পুরসভার https://ift.tt/Qv2ISTx
via IFTTT