Kedarnath Cloudburst: কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি, আটকে প্রায় ২০০ জন তীর্থযাত্রী..

<p><strong>নয়াদিল্লি:</strong> প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। কেদারনাথ যাত্রায় গিয়ে ভীমবলিতে আটকে পড়েছেন ১৫০ থেকে ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ মিটার ফুটপাথ। ফলে চলাচল করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাদের নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুন্ড ও সোনপ্রয়াগে বেড়ে গিয়েছিল নদীর জলস্তর। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে রুদ্রপ্রয়াগ পুলিশ।</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en">VIDEO | Cloudburst reported in Uttarakhand's Kedarnath, several feared trapped. Details awaited.<br /><br />(Source: Third Party) <a href="https://t.co/dRlLi2vvls">pic.twitter.com/dRlLi2vvls</a></p> &mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/1818713988303118407?ref_src=twsrc%5Etfw">July 31, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>অপরদিকে, লাগাতার বৃষ্টিতে কেরলের ওয়েনাডে ভয়াবহ ভূমিধস। গভীর রাতে পাহাড়ি এলাকায় ধস নামে। ঘুমের মধ্যেই চিরঘুমে তলিয়ে যান অনেকে। গৃহহীন প্রায় চারশো পরিবার। কেরল সরকারের তরফে ২ দিনের শোক দিবসের ঘোষণা করা হয়েছে। বিপর্যয়ের গ্রাসে কেরলের ওয়েনাড। খেলনার মতো ভেঙে পড়ে বাড়ি। গাছ উপড়ে, খড়কুটোর মতো ভেসে যাচ্ছে কাদাজলে। ইতিমধ্য়েই মৃতের সংখ্য়া একশো সত্তর ছাড়িয়ে গেছে। ভ্রমণপিপাসুদের কাছে কেরলের ওয়েনাড পরিচিত সুদৃশ্য় উপত্য়কা। চা বাগানের মধ্য়ে দিয়ে যাওয়া পিচ কালো রাস্তা। পাহাড় থেকে নেমে আসা দুধ সাদা ধর্নার জন্য়। কিন্তু, প্রকৃতির রোষে সেই ওয়েনাড এখন পরিণত হয়েছে ধ্বংসসতূপে।</p> <p>বেশ কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওয়েনাড। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৩টে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় প্রথম ধস নামে। ঘণ্টাখানেক পর একাধিক জায়গা থেকে ধস নামার খবর আসতে শুরু করে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ততক্ষণে একের পর এক গ্রাম জলের তলায় স্বজনহারাদের হাহাকার,আর আশ্রয় হারানো মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী। ঘুমের মধ্যেই শেষ হয়ে গেছে বহু জীবন। আশ্রয়হীন হয়েছে প্রায় ৪০০টির বেশি পরিবার। উদ্ধারকাজে নামে বায়ুসেনার ২টি কপ্টার। নামানো হয় ভারতীয় নৌসেনার ৩০ জন প্রশিক্ষিত সাঁতারু ,ডগ স্কোয়াডকে। &nbsp;মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা।&nbsp;<br />&nbsp;আরও পড়ুন, <a title="রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?" href="https://ift.tt/svatUKu" target="_self">রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?</a></p> <p>(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)</p> <p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/7z0TYcA" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722522321510000&amp;usg=AOvVaw1aMg_7ElrdHK_a5hlQ-apY">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p> <div class="yj6qo">&nbsp;</div> <div class="adL">&nbsp;</div>

from Kulti News: চুরির অপবাদে ছেলেকে মার, বাঁচাতে এসে বাবা খুন! ABP Ananda Live https://ift.tt/uVNA0pG
via IFTTT

Post a Comment

Previous Post Next Post