<p>ABP Ananda LIVE: রেশন দুর্নীতির তদন্তে ED, বারিক বিশ্বাসের বাড়িতে টাকার পাহাড়! বালু-ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট থেকে ২০ লক্ষের হদিশ। বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে মিলেছে প্রচুর সম্পত্তির নথি:ED সূত্র। র্শন দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, একযোগে ১০ জায়গায় তল্লাশি। ভোর থেকে রাজারহাট, ভাঙড় থেকে বারাসাত, বসিরহাট, দেগঙ্গায় তল্লাশি।</p> <p>অধ্যক্ষের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিলেন শুভেন্দু অধিকারী। প্রস্তাব জমা দেওয়ার সময় বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা। এর আগেও অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি। কিন্তু অনাস্থা নিয়ে কোনও আলোচনা হয়নি। এত সহজে বাংলা ভাগ? আসুন দেখি কত ক্ষমতা? বাংলা ভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সোমবার বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গের রঙ্গমঞ্চে জোর তরজা চলছে বঙ্গভঙ্গ ইস্যুতে। সোমবার বাংলা ভাগ ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপিকে একহাত নিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এনিয়ে শুভেন্দু বলেন, 'বিজেপির পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, UT, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, রহিঙ্গা-অনুপ্রদেশকারীদের ঘাড় ধরে বের করতে হবে।'</p>
from Rahool Mukherjee Controversy: কাল থেকে শ্যুটিং শুরু, নবান্নে বৈঠকের পরেই কাটল জট? ABP Ananda LIVE https://ift.tt/Bgb6J5o
via IFTTT
from Rahool Mukherjee Controversy: কাল থেকে শ্যুটিং শুরু, নবান্নে বৈঠকের পরেই কাটল জট? ABP Ananda LIVE https://ift.tt/Bgb6J5o
via IFTTT
Tags:
Rahool Mukherjee Controversy: কাল থেকে শ্যুটিং শুরু
নবান্নে বৈঠকের পরেই কাটল জট? ABP Ananda LIVE