<p>ABP Ananda Live: হাসপাতালে চত্বরে বেআইনি পার্কিং, ঢুকতেই পারল না অ্যম্বুল্যান্স, মৃত্যু সদ্যোজাতর! আলিপুরদুয়ার হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিতে যেতে দেরি হওয়ায় শিশুমৃত্যুর অভিযোগ। ইমার্জেন্সি থেকে মাদার অ্যান্ড চাইল্ড হাবে যাওয়ার পথে অবৈধ পার্কিং। সময় মতো পৌঁছতে না পারায় মৃত্যু শিশুর, অভিযোগ পরিবারের। অ্যাম্বুলেন্সেই মৃত শিশু প্রসব করেন কালচিনির প্রসূতি, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও চালকের দাবি, অ্যম্বুলেন্সে সদ্যোজাত জীবিত ছিল। নীতি আয়োগের বৈঠকেও বৈষম্যের অভিযোগ মমতার, পাল্টা অসমের মুখ্যমন্ত্রী। আমাকে ৬ মিনিটও বলতে দেোয়া হয়নি, কলকাতায় ফিরে দাবি মুখ্যমন্ত্রীর। 'নীতি আয়োগের বৈঠকে ঠিক সাড়ে ৭ মিনিট বক্তব্য রেখেছি'। মমতা বন্দ্যোপাধ্যায়ের অিযোগ খারিজ করে দাবি হিমন্ত বিশ্বশর্মার। নীতি-আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ওয়াকআউট । মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, ওয়াকআউট মমতার । ৫ মিনিটেই মাইক 'বন্ধ', মাঝপথেই বেরিয়ে এলেন মমতা । বক্তব্য শেষের আগেই ৫ মিনিটের মধ্যে মাইক বন্ধের অভিযোগ । চন্দ্রবাবু নায়ডুকে ২০ মিনিট বলতে দেওয়ার অভিযোগ মমতার । 'বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে'। 'আর কখনও নীতি-আয়োগের বৈঠকে আসব না'। </p>
from Alipurduar News: হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং, মৃত্যু সদ্যোজাতর! ABP Anbanda Live https://ift.tt/o48ZINL
via IFTTT
from Alipurduar News: হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং, মৃত্যু সদ্যোজাতর! ABP Anbanda Live https://ift.tt/o48ZINL
via IFTTT