21 July: কেমনভাবে সাজছে ২১ জুলাইয়ের মঞ্চ? ধর্মতলায় জোরকদমে চলছে প্রস্তুতি

<p><strong>ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:</strong> আগামী রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের (21 July) সমাবেশ। ধর্মতলায় জোরকদমে চলছে তার প্রস্তুতি। এদিকে, জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। প্রত্য়েকবারের মতোই,গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে তাদের থাকার ব্য়বস্থা করা হয়েছে।&nbsp;</p> <p>লোকসভা ভোটে ব্য়াপক সাফল্য়, বিধানসভা উপনির্বাচনে বিজেপি পর্যুদস্ত করে ৪টি কেন্দ্রে জয়লাভের পর প্রথম সমাবেশ। রবিবার ২১-এ জুলাইয়ের সমাবেশের আগে উজ্জীবিত তৃণমূল। ২ দিন আগে থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউজের সামনে জোর কদমে চলছে মঞ্চ তৈরি। মূল মঞ্চের পিছনে এই ধরনের আয়রন...বক্স ট্রাস লাগানো হয়েছে। এই ধরনের স্ট্রাকচার কিন্তু গত কোনও ২১ জুলাই দেখা যায়নি। এবছর তৃণমূলের তরফে মঞ্চের ডিজাইন চেঞ্জ করা হয়েছে।<u><br /><br /></u><strong>কীভাবে তৈরি হচ্ছে মঞ্চ? </strong></p> <p>২১ জুলাই এর মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা। মূল মঞ্চটি দৈর্ঘ্য়ে ৫২ ফুট এবং প্রস্থে ২৪ ফুট। যেখানে বসবেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়। থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সাংসদ-মন্ত্রী ও অতিথিরা। মঞ্চের দ্বিতীয় ভাগ দৈর্ঘ্য়ে ৪৮ ফুট ও প্রস্থে ২৪ ফুট। যেখানে থাকবেন শহিদ পরিবারের সদস্য়রা। তৃতীয় স্তর দৈর্ঘ্য়ে ৪০ ফুট ও প্রস্থে ২৪ ফুট। যেখানে থাকবেন বিধায়ক, কাউন্সিলর ও দলীয় নেতারা। মঞ্চে ওঠার জন্য় এবার তৈরি করা হয়েছে একটি ব়্যাম্প। বক্স ট্রাসের পাশেই ব়্যাম্প তৈরির কাজ চলছে। এই ব়্যাম্প দিয়েই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং ২১ জুলাইয়ের অতিথি, MP, MLA-রা ওপরে যাবেন। <br /><br /><a title="২১ জুলাই" href="https://ift.tt/rcLPuIB" data-type="interlinkingkeywords">২১ জুলাই</a> মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা হাওড়া ব্রিজ-ব্রেবোর্ন রোড-নিউ CIT রোড-সেন্ট্রাল অ্যাভিনিউ-চাঁদনি চক-এসএন ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে সভাস্থলে। শ্য়ামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্য়াভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়। দক্ষিণ কলকাতা থেকে আসা মিছিল আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে পৌঁছবে ধর্মতলার সভাস্থলে। শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি , এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়।</p> <p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://ift.tt/P32HUYJ" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong></p> <p><strong> আরও পড়ুন: <a title="Malda News: কয়েক ঘণ্টার মধ্যেই অন্য ছবি, মোতায়েন প্রচুর পুলিশ, থমথমে মানিকচক" href="https://ift.tt/oF6QGMn" target="_self">Malda News: কয়েক ঘণ্টার মধ্যেই অন্য ছবি, মোতায়েন প্রচুর পুলিশ, থমথমে মানিকচক</a></strong></p>

from Kalna News: বিপাকে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। ABP Ananda Live https://ift.tt/Ow6MPKC
via IFTTT

Post a Comment

Previous Post Next Post