রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল ইসলামপুর শহরের জীবন মোর এলাকায় তার নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর পৌরসভার উপ পৌর প্রধানকে ( vice chairman municipality ) দেখতে পেয়ে প্রণাম করে ভোট চাইলেন ।
বিজেপির প্রার্থী কার্তিক পাল বলেন তৃণমূলের ভাইস চেয়ারম্যান সিনিয়র লিডার এই এলাকায় বাড়ি দেখা হয়েছিল প্রণাম করে ভোট চাইলাম
ইসলামপুর পৌরসভার উপ পৌর প্রধান জতি দত্ত বলেন দেখা হল প্রণাম করলো ভোট চাইলো , আশীর্বাদ করলাম এটা সৌজন্যতার রাজনীতি।