দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা কে কালো পতাকা দেখালো তৃণমূল কর্মী সমর্থকেরা।

 

দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ তথা 2024 সালের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে কালো পতাকা দেখিয়ে তৃণমূলের গো ব্যাক স্লোগানে চোপড়া ব্লকের চুয়াগাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা বিজেপি কর্মীদের জয় শ্রীরাম শ্লোগানকে ঘিরে উত্তেজনা চরম আকার নেয়। শনিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া ব্লকের কাঁচাকালী এলাকায় কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। সেখান থেকে ভোট প্রচারে চুয়াগাড়ি এলাকায় পৌঁছাতেই চোপড়া ব্লক তৃণমূল সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ ওরফে নাথুদার নেতৃত্বে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক, চোপড়া ব্লক মহিলা তৃণমূল সভাপতি আসমাতারা বেগম ও তৃণমূল নেত্রী শংকরী মন্ডল সহ বিভিন্ন কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে ঘিরে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপির শ্লোগান ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের অভিযোগ, দীর্ঘ গত পাঁচ বছর এলাকার কোন উন্নয়নের পাশাপাশি সাংসদ রাজু বিস্তাকেও এলাকায় দেখা যায়নি। সে কারণেই ভোটের সময় ভোট চাইতে আসা বিজেপি প্রার্থীর চোপড়ায় প্রয়োজন নেই বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি প্রার্থী রাজু বিস্তা বলেন, এসব করে তৃনমূল আমারই প্রচার করছে। চোপড়ার মানুষের উপর তৃনমূল যে অন্যায় অত্যাচার অবিচার করে আসছে ২০২৬ সালে সরকার পরিবর্তনের মধ্যে দিয়েই চোপড়ার মানুষ শান্তি পাবে।

Post a Comment

Previous Post Next Post