ভারতে ঘুরতে এসে পথ দুর্ঘটনায় এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত এক যুবতী। ঘটনায় জখম একই পরিবারের আরও চারজন। মৃত ওই যুবতীর নাম সূচনা সরকার (১৯)। বাংলাদেশের ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে পাঁচ জনের একটি পরিবার চাকুলিয়া থানার কানকি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। মঙ্গলবার ওই আত্মীয়ের বাড়ি থেকে ইসলামপুর থানার রামগঞ্জে এক আত্মীয়র বাড়িতে ঘুরতে যাওয়ার সময় রামগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক পারাপারের সময় ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়া একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় সূচনা সরকার নামে ১৯ বছরের এক যুবতীর। ঘটনায় জখম হয়েছেন চারজন। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। অন্যদিকে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার ডাম্পারের চালক। চালককে আটক করেছে পুলিশ। পাশাপাশি ডাম্পারটিকেও আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ভারতে ঘুরতে এসে পথ দুর্ঘটনায় এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।
byপ্রতিদিন ইসলামপুর
•
0