পাহাড় থেকে সমতল এখন এক হয়েছে আগে যেটা ছিলনা আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভায় এক নির্বাচনী কর্মীসভায় এই কথা বলেন।
উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান, শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব ,সহ দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, সহ দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা।
শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব বলেন আমরা চোপড়া থেকে ,এক থেকে দেড় লক্ষ ভোটে লিড পাব।
পাপিয়া ঘোষ বলেন আমাদের কোনো প্রতিপক্ষ নেই আমাদের প্রতিপক্ষ আমরা নিজেরাই তৈরি করেছি নিজেদেরকে।
গোপাল মামা বলেন আমার প্রতিপক্ষ কে আছে আমি চিন্তা করি না আমার কাজ আমি করে যাচ্ছি।
হামিদুর রহমান বলেন, রাজু বিস্তা , পাহাড়ে কোথায় উন্নয়ন করেছে ,পাহাড়টা আমাদের দূরে নয় কাছে পাহাড়ের লোক এবার যোগ্য জবাব দেবে। ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ ।
Tags:
চোপড়া