বৃহস্পতিবার সকাল ১১ টায় চোপড়ার সিপিআইএম দপ্তরে অনুষ্ঠিত হলো সিপিআইএম চোপড়া এক নং এরিয়া কমিটির পার্টি সদস্যদের নিয়ে বর্ধিত বিশেষ সভা। মূলত চোপড়া সোনাপুর মাঝিয়ালী ও হাপতিয়া অঞ্চলের প্রায় ৯০ জন পার্টি সদস্যদের নিয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়, তাছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলার সম্পাদক আনোয়ারুল হক, সারা ভারত কৃষক সভা জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার, সি আই টি ইউ জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী।
মূলত নির্বাচনের আগে নিজেদের পার্টি সদস্যদের মধ্যে রাজনৈতিক আলোচনা করার উদ্দেশ্যেই এই সভা করা হয়, তাছাড়াও কয়েকদিন আগে চোপড়া বি এল আর ও অফিসের সামনে মাঝিয়ালী অঞ্চলের এক প্রান্তিক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করেন, এই বিষয়ে অভিযোগ ওঠে যে দীর্ঘদিন ধরে ওই কৃষক তার জমি সংক্রান্ত সমস্যা নিয়ে বি এল আর ও অফিসে ঘোরাঘুরি করছিলেন, অথচ তার সমস্যার কোন সমাধান হয়নি। এবং এই দুঃখেই তার আত্মহত্যা।
তাছাড়াও এই অফিস নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, এই বিষয়গুলি সামনে নিয়ে আগামী পয়লা এপ্রিল চোপড়া বি এল আর অফিস ঘেরাওয়ের ডাক দিলে দিয়েছে সারা ভারত কৃষক সভা চোপড়া ব্লক কমিটি।
সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক জানান দাসপাড়া অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে চার শিশুর বালি চাপা পড়ে মৃত্যুর ঘটনায় তৃণমূল যখন সোচ্চার হয়েছে ঠিক তখনই পীর সাহেব মোড়ে বালির ডাম্পারে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে, হাপতিয়া অঞ্চলে বালির গর্তে পড়ে একজনের মৃত্যু হয়েছে, চিতলঘাটায় বালি মাফিয়াদের হাতে মানুষ খুন হয়েছে। অথচ এই বিষয়ে তৃণমূল নিশ্চুপ, প্রশাসন নিশ্চুপ, বি এল আর ও নিশ্চুপ। তাই মানুষের সব হিসেব বুঝে নিতে আগামী পয়লা এপ্রিল চোপড়া বিএলআরও অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে।