চোপড়া: কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া আছরে পড়ে।

 

কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া আছরে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে না যাওয়া অসহযোগিতার অভিযোগ তুলে মৃতদেহ রেখে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বৃন্দাবন চা ফেক্ট্রেরিতে। মৃত ওই শ্রমিকের নাম গনেশ চোহান। বয়স আনুমানিক ৪০ বছর। এদিন সকালে পা পিছলে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন ওই শ্রমিক। এরপর তাকে উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন ওই শ্রমিকের মৃত্যু হয়। 
এই ঘটনায় চা ফেক্ট্রেরির মালিকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেন এলাকার শ্রমিকরা। এদিন বিকালে ময়নাতদন্তের পর দেহ ফেক্ট্রেরির ভিতরে রেখে ক্ষোভ উগরে দেন অন্যান্য শ্রমিকরা। অন্যদিকে ওই শ্রমিকের সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন ফেক্ট্রেরির ম্যানেজার।



Post a Comment

Previous Post Next Post