গোয়ালপোখরের ইকরচলা কালীমন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। এদিন গোয়ালপোখর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। প্রার্থীকে কাছে পেয়ে অনেকে সেল্ফি ও তুলেন। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা কর্মীরা।
বিজেপি প্রার্থী কার্তিক পাল বলেন, সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি। মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। এবং নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে ১০০ শতাংশ আশাবাদী বলে জানান। এছাড়াও CAA নিয়ে মন্তব্য করে তিনি বলেন কারো নাগরিকতা যাবে না বলে তিনি জানান।
Tags:
গোয়ালপোখর