গোয়ালপোখরের গোয়াগাঁও থেকে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল (ওরফে মনি)। শনিবার প্রার্থী কে সঙ্গে নিয়ে গোয়ালপোখরে গোয়াগাঁও, সোলপাড়া,তাজপুর,কিচকটোলা, গতি সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন।
অন্যদিকে প্রচার চলাকালীন গতি এলাকায় তৃণমূলের এক যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য ও একজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ কয়েকশো কংগ্রেসের কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন। সব মিলিয়ে প্রচারে তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
Website: www.pratidinislampur.site
Tags:
গোয়ালপোখর