ইসলামপুর পৌরসভার নিউটাউন রোড এলাকা থেকে একটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।


 ইসলামপুর পৌর সভার নিউ টাউন রোডের ইসলামপুর সংশোধনাগার সংলগ্ন এলাকায় একটি বন্য প্রাণী উদ্ধার করা হয়।, উৎসাহিত জনগন পশুটিকে দেখতে এলাকায় ভির জমান।, ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা যায়, পশুটি একটি বিড়াল শ্রেণীর অন্তর্ভুক্ত। ইসলামপুর দেশবন্ধু পাড়ার বাসিন্ধা জয়ন্ত সিনহা নামে এক ব্যক্তি জানান পশুটি ইসলামপুর p w d স্টক ইয়ার্ডের পাঁচিল টপকে হটাৎ কোরে বেরিয়ে আসে এবং সংশোধনাগারের মুল ফটকে ধাক্কা লেগে আহত হয়, তড়িঘড়ি তারা পশুপ্রেমী সংগঠণে ও বোন দফতরে খবর দেওয়া হয়। পশুপ্রেমী সংগঠণের সদস্য ও বনকর্মীরা দ্রুত ঘটনস্থলে উপস্থিত হন এবং পশুটিকে উদ্ধার করে চোপড়া বনবিভাগ দফতরে নিয়ে যাওয়া হয়। চোপড়া বনবিভাগ সূত্রে জানা গেছে প্রয়োজনীয় চিকিৎসার জন্য পশুটিকে কুলিক বনবিভাগে স্থানান্তর করা হয়ছে।

Post a Comment

Previous Post Next Post