কেন্দ্রীয় সরকারের জাতীয় কৃষি ও গ্রামউন্নয়ন ব্যাংক উত্তর দিনাজপুর জেলা নাবার্ডের সহযোগিতায় এবং চোপড়ার দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় সাতদিন বেপি একটি প্রশিক্ষণ শুরু হলো ইসলামপুরের কলেজ মোড় শক্তি সংঘে।
এই প্রশিক্ষনে স্বনির্ভর দলের মহিলাদেকরে বিকল্প আয়ের সুযোগ করে দিতে আগামী সাতদিন ধরে ডে বোর্ডিং ফ্রী প্রশিক্ষণ চলবে।
উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক মহিলা উন্নয়ন আধিকারিক পিয়ালী সরকার, নবদিশার কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী আনিসুর রহমান, শিলিগুড়ি গ্লোবাল ইঞ্জিনিয়ারিং iti কলেজের এর প্রফেসর রাজীব আচার্য্য,
ইসলামপুর শক্তি সঙ্গ মহিলা সোসাইটির সম্পাদিকা সুমতি মণ্ডল, প্রশিক্ষক শ্রীমতি বিস্বাস, খাদিমুল সহ, তিরিশ জন বাছাইকৃত গ্রামীণ মহিলা।
Website: www.pratidinislampur.site