লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবার পর থেকেই প্রসাশন তৎপর হয়ে উঠেছে ব্যাতিক্রম হয়নি ইসলামপুর পুলিশ জেলার কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে রুট মার্চ।
ইসলামপুর পুলিশ জেলা, মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করে চলেছে, ভোটার দের সাথে কথা বলছেন তাদের নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করছেন।
মঙ্গলবার ইসলামপুর বাজার এলাকার তিনপুল মোড় সহ বাজারের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইসলামপুর পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসন যৌথ ভাবে রুট মার্চ করেন এবং এলাকার প্রত্যেকের সাথে কথা বলেন ও নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করেন। উপস্থিত ছিলেন ইসলামপুর থানার আই সি হীরক বিশ্বাস ও বি ডি ও দীপান্বিতা বর্মণ ।
বিডিও দীপান্বিতা বর্মণ জানান বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে রুট মার্চ চলছে।সকলেই যেনো নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে, প্রশাসন সব সময় সগাজ ও তৎপর রয়েছে, কোন রকম অসুবিধা হোলে প্রশাসনর সাথে যোগাযোগ করতে।