ঝাড়খন্ড থেকে আসামে ফেরার পথে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর থানার তেলিভিটা গ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশের গাড়ি উল্টে ছয়জন জখম হলেন। উদ্ধার হওয়া কিশোরীর আঘাত গুরুতর।আহত কিশোরীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়।আঘাত গুরুতর থাকায় তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
সূত্রের খবর আসামের পানিগাঁও থানার পুলিশ কিশোরী অপহরন মামলায় এক কিশোরীকে উদ্ধার করতে শনিবার ঝাড়খন্ডে গিয়েছিল। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করে আসামে ফিরছিলেন।পুলিশের গাড়িতে ছিলেন এক মহিলা পুলিশ কর্মি ছাড়াও পাঁচ পুলিশ কর্মি। উদ্ধার হওয়া কিশোরী সহ ছয় জন পুলিশের গাড়িতে ঝাড়খন্ড থেকে আসামের দিকে যাচ্ছিলেন। রাত্রি আটটার নাগাদ পুলিশের গাড়িটি ১২ নম্বর জাতীয় সড়ক ইসলামপুর বাইপাসে তেলিভিটায় পৌছালে আচমকাই গাড়িটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে জখম পুলিশ কর্মিদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করে। উদ্ধার হওয়া কিশোরীর আঘাত গুরুতর থাকায় ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।