রবিবার সন্ধ্যা আটটা নাগাদ শিলিগুড়ি থেকে কলকাতা গামী বাস ধানতলা বাইপাস হয়ে যাওয়ার সময় দক্ষিণ কাচনা এলাকায় বাসটি দুর্ঘটনা গ্রস্ত হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা নাসির আলম জানান ইলেকট্রিক পোলের জন্য বাসটি পুরোপুরিভাবে পাল্টি খায়নি এবং বাসের সকল যাত্রী সুরক্ষিত রয়েছে।এই বাসের স্টাফ সত্যজিৎ ঘোষ জানান রাস্তার পাশে মাটি খোরার কারণে সে জায়গায় বাসের চাকা ডেবে যায় । পরে পুলিশের সহায়তায় ক্রেনের সাহায্যে বাসটাকে তোলা হয়।
Tags:
ইসলামপুর মহকুমা