ভূমিপুত্র প্রার্থীর দাবীকে মান্যতা দিয়ে ৫ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কার্তিক পালের নাম ভারতীয় জনতা পার্টির প্রার্থী পদে ঘোষনা হতেই উত্তর দিনাজপুর জেলাজুড়ে শোরগোল পড়ে যায়। মা বয়রা কালীবাড়ীতে পুজো দিয়ে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারকে পাশে নিয়ে রাজ্যে শাসক দল তৃণমূলকে তোপ দাগলেন কার্তিক পাল। বিপুল কর্মী সমর্থকদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী মা বয়রা কালীবাড়ীতে পুজো দিয়ে রীতিমতো হলুদ ও গেরুয়া আবীর খেলায় মেতে ওঠেন খোদ প্রার্থী।
এদিন মূলত প্রথমে কালিয়াগঞ্জের দলীয় কার্যালয় থেকে শুরু করে পায়ে হেঁটে ঐতিহ্যবাহী মা বয়রা কালীবাড়ী পৌঁছান কার্তিক পাল। সেখান থেকে বিবেকানন্দ মোড়ের বিবেকানন্দর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর সুকান্ত মোড়ে সুকান্তর মূর্তিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। তারপর ভবানী মন্দির মোড় এলাকায় স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তিতেও মাল্যদান করেন বিজেপি প্রার্থী। এরপর স্বর্গীয় ডলি বর্মনের সমাধিতে মাল্যদান করে চলে যান পঞ্চানন মোর এলাকায় প্রয়াত পঞ্চানন বর্মনের মূর্তিতে মাল্যদান করেন। সেখান থেকে প্রয়াত মৃত্যুঞ্জয় বর্মনের সমাধিতে মাল্যদান করে এদিনের কর্মসূচি শেষ করেন।
বিজেপি প্রার্থী কার্তিক পাল বলেন, তৃণমূলে মানুষ থাকবে, সব থাকবে কিন্তু ভোট থাকবে না কারণ মানুষের সমর্থন বিজেপির সাথে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আছে। এছাড়াও প্রয়াত ডলি বর্মন ও মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর সুবিচার পাইয়ে দিতে আগামী দিনে জোরদার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়ে খুব শীঘ্রই দলীয় স্তরে ইস্তাহার প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী।
সব মিলিয়ে স্থানীয় নেতৃত্বর দাবি মেনে কার্তিক পালকে লোকসভা নির্বাচনের প্রার্থী করে বিজেপি যে মোক্ষম চালটি দিয়ে ফেলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
Website: www.protidinislampur.site