সিকিমে কাজ করতে গিয়ে মৃত্যু হলো ইসলামপুরের এক পরিযায়ী শ্রমিকের।

সিকিমে কাজ করতে গিয়ে মৃত্যু হলো ইসলামপুর ব্লকের কমলাগাঁসুজালি গ্রাম পঞ্চায়েতের ভাগীরথ গছ এলাকার এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম আমিরুল হক। বয়স আনুমানিক ৪০ বছর। জানা গিয়েছে প্রায় গত ১ মাস আগে সিকিমে কাজ করতে গিয়েছিল আমিরুল হক নামে ওই পরিযায়ী শ্রমিক। সেখানে রাজমিস্ত্রি কাজে যোগ দেন আমিরুল। সোমবার দুপুরে কাজ করার সময় হঠাৎ মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার ভোর রাতে ওই শ্রমিকের মৃত দেহ ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ভাগীরথ গছ এলাকায় তার নিজ বাড়িতে এসে পৌছায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্হানীয়রা রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন।

Post a Comment

Previous Post Next Post