নিয়ন্ত্রণ হারিয়ে একে একে পাঁচটি বাইকে ধাক্কা লরির, ঘটনায় জখম ৫ জন।

নিয়ন্ত্রণ হারিয়ে একে একে পাঁচটি বাইকে ধাক্কা লরির, ঘটনায় জখম ৫ জন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া বাজার ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। স্হানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে শিলিগুড়ির দিক থেকে আসা একটি লরি রায়গঞ্জের দিকে যাচ্ছিল। সে সময় বাইক নিয়ে গুঞ্জেরিয়া বাজারে ৩১ নম্বর জাতীয় সড়ক পারাপার করছিল স্হানীয় কিছু মানুষ। হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একে একে পাঁচটি বাইকে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় বাইক গুলি। এই ঘটনায় ৫ জন জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
      Website: www.protidinislampur.site

Post a Comment

Previous Post Next Post