ইসলামপুরের প্রবীণ সাংবাদিক দীপঙ্কর দে-কে প্রাণে মারার হুমকি।

ইসলামপুরের প্রবীণ সাংবাদিক দীপঙ্কর দে-কে প্রাণে মারার হুমকি। গোয়ালপোখর থানার বড়বিল্লা চুনিহার এলাকায় সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনার খবর করার জন্য দীপঙ্কর দে কে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।  
                     

খবর ডিলিট না করলে গুলি করে মারা হবে বলে এরকম হুমকি স্থানীয় সাদ্দাম নামের এক ব্যক্তি ফোন করে এই হুমকি দিয়েছে বলে জানা গিয়েছে। দীপঙ্কর দে ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের কার্যকারী সদস্যও রয়েছেন। ইসলামপুরের এই প্রবীণ সাংবাদিককে এভাবে প্রাণে মারার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইসলামপুর জার্নালিস্ট ক্লাব। হুমকির পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই ইসলামপুর থানায় অভিযুক্তের নামে একটি এফআইআর দায়ের করেছেন দীপঙ্কর দে। অবিলম্বে এই দুষ্কৃতিকে গ্রেফতার করে উপযুক্ত আইনানুগ শাস্তি প্রদান করতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে ইসলামপুর জার্নালিস্ট ক্লাব।

Post a Comment

Previous Post Next Post